এবার ঢাকায় ‘বড়লোকের বেটি’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২০, ০৪:৪৩ পিএম

বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল- লোকগানটির কিছু অংশ ব্যবহার করে কয়েক মাস আগে ভারতের র‍্যাপার ও সংগীতশিল্পী বাদশা গান তৈরি করেছেন। গেন্দা ফুল শিরোনামের এই গানটি ব্যাপক সাড়া ফেলে তখন। এবার সেই গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে বাংলাদেশি শিল্পীদের দিয়ে।

বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল- গানটির মূল রচয়িতা ও গায়ক মূলত রতন কাহার নামের এক শিল্পী। তার কথা ও সুর ঠিক রেখে নতুন আঙ্গিকে পুরো গানটি এবার মিউজিক ভিডিও আকারে আসছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিন্দু কণা ও জে কে মজলিশ। ভিডিওর মডেল হিসেবে থাকছেন আঁখি আফরোজ। 

আরটিভির প্রযোজনায় নতুন করে সংগীতায়োজনও করেছেন জে কে মজলিশ। 

বলিউডে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাদশা ও পায়েল দেব। মিউজিক ভিডিওতে নেচেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ।

বাংলাদেশের এই গানটির ভিডিওটি নির্মাণ করেছেন উজ্জ্বল রহমান। ভিডিওটির কোরিওগ্রাফি করেছেন আসাদ খান।

আগামী ঈদে গানটি আরটিভিতে প্রচার হবে। সেই সাথে আরটিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh