শাকিবের বিরুদ্ধে গুলশান থানায় জিডি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১০:২৫ পিএম | আপডেট: ৩০ জুন ২০২০, ১০:৩৪ পিএম

শাকিব খান অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমায় কোনো প্রকার অনুমতি ছাড়া নব্বই দশকের জনপ্রিয় গান ‘পাগল মন’ ব্যবহার করায় বিপাকে পড়েছেন শাকিব খান। 

সোমবার (২৯ জুন) বিকালে গুলশান থানায় শাকিব খানের বিরুদ্ধে জিডি করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান।  

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

তিনি জানান, গানের গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাসসহ তিনজনের পক্ষে এ জিডি করেছেন দিলরুবা খান।

গানটি রিমেক ও ইউটিউবে প্রকাশ করা প্রসঙ্গ টেনে জিডিতে দিলরুবা বলেছেন, তাদের অনুমতি ছাড়াই গানটি রিমেক করে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ চলচ্চিত্রে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন। এর ফলে শাকিব খান কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন।

এর আগে গত ৭ মার্চ ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দিলরুবা খানের পক্ষ থেকে শাকিব খান ও রবির কাছে উকিল নোটিস পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন। বিষয়টি সুরাহা না হওয়ায় পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ডিভিশনে অভিযোগ করেন তিনি। সেখানে ২৩ ধারায় অভিযোগ করা হয়েছে। 

মালেক আফসারি নির্মিত ‘পাসওয়ার্ড’ সিনেমার ‘পাগল মন’ গানে কণ্ঠ দেন  অশোক সিং। গানের সাথে পর্দায় ঠোঁট মেলান ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও শবনম বুবলি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh