২১ দিনের লকডাউন শেষ

খুলে দেয়া হলো পূর্ব রাজাবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১১:৪৪ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২০, ০৮:১৮ এএম

টানা ২১ দিন পর খুলে দেয়া হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজারের লকডাউন। বুধবার থেকে গ্রিন জোনের মতোই রাজাবাজার এলাকার বাসিন্দারা চলাফেরা করতে পারবেন। 

মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর ফরিদুর রহমান ইরান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

নতুন করে আর এই ওয়ার্ডে লকডাউন বাড়ানো হচ্ছে না জানিয়ে কাউন্সিলর ফরিদুর রহমান ইরান বলেন, ‘মঙ্গলবার রাত ১০টায় আমরা লকডাউন খুলে দিয়েছি। কাল থেকে এলাকাটি গ্রিন জোনের মতো করে চলবে। আমরা স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি।’

উল্লেখ্য,গত ১০ জুন থেকে ১৪ দিনের জন্য পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলক লকডাউন শুরু হয়। পরে আরো সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। লকডাউন শুরুর প্রথম দিন গত ১০ জুন থেকে ২১ জুন পর্যন্ত ১১ দিনে এই এলাকার মোট ২০৫ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়, যা মোট আক্রান্তের সাড়ে ১৯ শতাংশ। 

ওই ১১ দিনের মধ্যে প্রথম সাত দিনে (১০ জুন থেকে ১৬ জুন) ১৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়, যা আক্রান্তের ২৫ শতাংশ। আর শেষ ৫ দিনে (১৬ জুন থেকে ২১ জুন) ৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭ জনের পজিটিভ ফল আসে, যা আক্রান্তের সাড়ে ৯ শতাংশ। 

এর মধ্যে ১৮ জুন ২২ জনের পরীক্ষা করা হয়। এদিনের পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। ২০ জুন ১৯ জনের পরীক্ষা করা হয়েছে। ওই দিনও কারও করোনা শনাক্ত হয়নি। লকডাউনের শেষ ৯ দিনের তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে ডিএনসিসি কাজ করছে বলে জানিয়েছেন পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউনের সমন্বয়কারী ডিএনসিসির উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh