অ্যাডিডাসের জনসংযোগ কর্মকর্তার ইস্তফার কারণ বর্ণবিদ্বেষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৫:২০ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২০, ০৫:৩৭ পিএম

জার্মানিতে অ্যাডিডাসের সদরদফতরে কারেন পারকিন (ডানে)। ফিনান্সিয়াল টাইমস

জার্মানিতে অ্যাডিডাসের সদরদফতরে কারেন পারকিন (ডানে)। ফিনান্সিয়াল টাইমস

বর্ণবাদ নিয়ে মন্তব্যের জেরে স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাসের মানবসম্পদ বিভাগের প্রধান কারেন পারকিন পদত্যাগ করেছেন। 

তবে তিনি ফার্মের করপোরেট সংস্কৃতি ও বৈচিত্র্যের অভাবের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ব্রিটিশ নাগরিক কারেন ২০ বছরের বেশি সময় ধরে তিনি অ্যাডিডাসে কাজ করছেন। জার্মান কোম্পানিটির নির্বাহী বোর্ডের একমাত্র এই নারী সদস্য গতকাল মঙ্গলবার (৩০) পদত্যাগের ঘোষণা দেন। 

গত বছর সংস্থাটির এক অভ্যন্তরীণ বৈঠকে কারেনের করা এক মন্তব্য নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। তিনি ওই বৈঠকে বলেছিলেন, বর্ণবাদ ইস্যুটি একটি ‘বিশৃঙ্খলা’ বিষয়, যা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই আলোচিত হয়।

অ্যাডিডাসের ৮৩ জন কর্মীর একটি দল জুন মাসের প্রথম দিকে কারেনের আচরণ নিয়ে তদন্তের জন্য তত্ত্বাবধায়ক বোর্ডকে একটি চিঠি লিখেছিল। এরমধ্যেই কারেন পদত্যাগের ঘোষণা দিলেন। 

এক বিবৃতিতে তিনি বলেছেন, তিনি সবসময়ই বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে গত মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে বর্ণগত সমতা নিয়ে পদক্ষেপ নিতে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হয়। ফ্লয়েডের মৃত্যুর ফলে বর্ণবাদ ও অসমতার বিরুদ্ধে বিশ্বজুড়ে আন্দোলন শুরুর পর কারেনের পদত্যাগ হাইপ্রোফাইল কর্মকর্তাদের পদত্যাগের মধ্যে একটি। 

মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে নতুন কাউকে নিয়োগ দেয়ার আগ পর্যন্ত অ্যাডিডাসের প্রধান নির্বাহী ক্যাস্পার রোস্টেড এই দায়িত্ব পালন করবেন। -বিবিসি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh