পঞ্চগড়ে গৃহবধূকে পাশবিক নির্যাতন স্বামীর

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ০৯:১৫ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২০, ০৯:১৭ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রৌশনারা বেগম (২১) নামে এক গৃহবধূকে বাড়ি ছাড়া করতে হাত-পা বেধে পাশবিক নির্যাতন করেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। 

বুধবার (১ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

রৌশনারা বেগম হারাদিঘী গ্রামের আনোয়ারের স্ত্রী। অভিযুক্ত আনোয়ার ওই ইউনিয়নের মোতালেব হোসেনের ছেলে।  

নির্যাতন সইতে না পেরে জ্ঞান হারিয়ে পড়ে গেলে মৃত ভেবে ওই গৃহবধূকে রাস্তার পাশে ফেলে চলে যান  শ্বশুর বাড়ির লোকজন। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে ইউনিয়ন পরিষদসহ গণমাধ্যমকর্মীদের খবর দেন। 

জানা যায়,  ১ সন্তানের জননী রৌশনারাকে গত ৬ মাস থেকে বাড়ি ছাড়া করতে নানা ভাবে নির্যাতন চালায় শ্বশুর বাড়ির লোকজন। 

এর মাঝে গত ৬ দিন আগে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে বাড়ি ছাড়া হয়ে বাবার বাড়ি অবস্থান করছিলেন। পরে বুধবার দুপুরে স্বামীর বাড়িতে ফিরলে তার হাত-পা বেধে তার উপর অতর্কিত হামলা শুরু করে স্বামী আনোয়ার হোসেন, শ্বশুর, ননদসহ পরিবারের সদস্যরা। 

এসময় অভিযুক্ত আনোয়ার ও তার বাবা মোতালেবসহ পরিবারে লোকজনদের সাথে কথা বলতে গেলে পড়ে কাউকে বাড়িতে পাওয়া যায়নি। 

রৌশনারার অভিযোগ, কোনো কারণ ছাড়াই গত কয়েক মাস ধরে তার উপর এমন নির্যাতন চালাচ্ছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। তিনি এর বিচার চেয়েছেন। 

এদিকে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) তারেক হোসেন জানান, ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে এ ঘটনার সমাধানের জন্য দায়িত্ব দিয়েছি। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, খবর পেয়ে আমরা ওই নারীর চিকিৎসার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh