করোনায় মুক্তি পাচ্ছে না জয়ার ৫ ছবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১০:৩১ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২০, ১১:০১ পিএম

করোনার কারণে মুক্তি পাচ্ছে না দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের পাঁচটি সিনেমা। সিনেমাগুলোর মধ্যে তিনটি কলকাতার এবং দুটি বাংলাদেশের। 

মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে- কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’, সায়ন্তন মুখোপাধ্যায়ের ‘ঝরা পালক’, সৌকর্য্য ঘোষালের ‘ভূতপরী’, নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’।


এ সবগুলোতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। শুটিংয়ের কাজও শেষ হয়েছিল করোনা প্রাদুর্ভাবের আগে। 

জয়া আহসান বলেন, প্রত্যেকটি ছবির গল্প সত্যিকার অর্থেই অসাধারণ। ছবিগুলো মুক্তি পেলে দর্শক হয়তো প্রত্যেকটি গল্পে আমার চরিত্রে তাদের ভালো লাগা খুঁজে পেতেন।


এ পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে এই অভিনেত্রী বলেন, যেখানে বেঁচে থাকাটাই এখন মানুষের কাছে প্রতিনিয়ত যুদ্ধের ব্যাপার, সেখানে সিনেমা মুক্তির কথা আলোচনা করাটা বেমানান। করোনার এ পরিস্থিতিতে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। সৃষ্টিকর্তা আমাদের ওপর সহায় হোন, এটাই এখন বড় চাওয়া।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh