লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০১:৩০ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২০, ০১:৩২ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামে ও হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ী বিলে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের খন্দকার আলীর ছেলে জাহেদুল ইসলাম (২৬) ও একই গ্রামের জহির উদ্দিনের ছেলে রাকিব হাসান (২৪) এবং হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামের এলাকার মৃত রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৩২), মৃত আব্দুল হমিদের ছেলে আতি (৩৮)। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান বলেন, সকালে গ্রামের সাঁকোয়া নদীতে মাছ ধরছিল একদল গ্রামবাসী। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই রাকিব ও জাহেদুলের মৃত্যু হয়। আর গুরুতর আহত হন বাচ্চা মিয়া ও শফিকুল। আহতদের রংপুর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি ফারুক হোসেন বলেন, হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের কালিবাড়ির বিলে পানি বেড়ে যাওয়ার কারণে মাছ ধরতে যান গ্রামের লোকজন। ওই সময় মন্টু মিয়া ও আতি বজ্রপাতে আহত হলে সহযোগীরা আহত অবস্থায় হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh