ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স ও লাইসেন্স নবায়নের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৩:৪৩ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২০, ১০:১৬ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হোল্ডিং ট্যাক্স জমাদান ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানো হয়েছে।

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জরিমানা ও সারচার্জ ছাড়াই ট্যাক্স জমাদান ও লাইসেন্স নবায়ন করা যাবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার (২ জুলাই) জানিয়েছে ডিএনসিসি।

ডিএনসিসি এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫% সারচার্জ এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স নবায়ন ফি জরিমানা ছাড়াই পরিশোধের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।

ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ডিএনসিসির সম্মানিত করদাতাগণকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের উপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া এবং ব্যবসায়ীগণকে জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের আহবান জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh