চুয়াডাঙ্গায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ০৭:৩৫ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বারাদী কামারপাড়া গ্রামে চলন্ত পাওয়ার ট্রলির চাকায় পিষ্ট হয়ে চালক আব্দুল মালেক (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মালেক একই উপজেলার দামুড়হুদা উপজেলার সড়াবাড়ীয়া গ্রামের মরহুম শামসুল হকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল জানান, এদিন বিকালে আব্দুল মালেক তার পাওয়ার ট্রলি চালিয়ে বারাদী এলাকা থেকে শিয়ালমারী পশুহাটের দিকে যাচ্ছিলেন। 

তিনি জানান, এসময় কামারপাড়া এলাকায় পৌঁছালে ট্রলির একটি চাকা বিষ্ফোরণ হলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি থেকে ছিটকে পড়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলেও জানান তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh