কক্সবাজারের পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ০১:১১ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২০, ০২:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী ছিল। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি একটি বন্দুক, ছয় রাউন্ড কার্টুজ ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ জুলাই) ভোরে টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন মহেষখালীয়াপাড়া মৎস্যঘাটে এ ঘটনা ঘটে। আবুল কাশেম মহেষখালীয়াপাড়া এলাকার ফজল আহমদের ছেলে। 

টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, মহেষখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় করে ইয়াবার চালান বাংলাদেশে ঢুকবে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

তিনি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh