লালমনিরহাটে একদিনে রেকর্ড ২৫ জন আক্রান্ত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ০২:২০ এএম | আপডেট: ০৪ জুলাই ২০২০, ০৩:০৫ এএম

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৫ জনের শরীরে করোনাভাইরাসের (কভিড-১৯) উপসর্গ পাওয়া গেছে।

লালমনিরহাটে করোনা শনাক্তের দিক থেকে এটাই একদিনে সর্ব্বোচ রেকর্ড। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো একশ ৫১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৭ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন।

গতকাল শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় সিভিল সাজর্ন ডা. নির্মলেন্দু রায় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় ডা. নির্মলেন্দু রায় সাম্প্রতিক দেশকালকে বলেন, জেলা থেকে করোনা সন্দেহে ঢাকার পিসিআর ল্যাবে ১৩৯ জনের পাঠানো নমুনায় ২৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে, রংপুর পিসিআর ল্যাবে ২৫ জনের নমুনা পাঠানো হয় তার মধ্যে একজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে পাটগ্রামের ১৯ জন, হাতীবান্ধায় ৩ জন, কালীগঞ্জে ১ জন ও আদিতমারীতে ২ জন রয়েছেন। 

এদিকে, এ পর্যন্ত লালমনিরহাট জেলায় করোনা সন্দেহে একহাজার ৯'শ ৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে একহাজার সাতশ ৫৬ জনের রিপোর্টের ফলাফলে একশ ৫১ জনের শরীরে করোনা উপসর্গ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৫৭ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এর মধ্যে করোনায় জেলায় একজনের মৃত্যু হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh