করোনায় যশোরে ক্লিনিকের মালিকের মৃত্যু

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১২:৫৭ এএম

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারণ হাসপাতালের অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং বেনাপোল রজনী ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডাক্তার আমজাদ হোসেন। 

শনিবার (৪ জুলাই ) সন্ধ্যায় ঢাকা মিরপুর সেকশন ১২ রিজেন্ট হাসপাতালের আইসিইউতে করোনায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

‘গরীবের’ ডাক্তার খ্যাত আমজাদ হোসেন গত এক সপ্তাহ ধরে করোনা পজিটিভ নিয়ে প্রথমে নিজ বাসায়, পরে ঢাকা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. ইউসুফ আলী জানান, স্থানীয়ভাবে জানা গেছে আমজাদ হোসেন মারা গেছেন এবং তিনি করোনা পজিটিভ ছিলেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh