শিরোপার আশা টিকিয়ে রাখল বার্সেলোনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১২:৩২ পিএম

স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

রবিবার (৫ জুলাই) রাতে ভিয়ারিয়ালের মাঠে শুরুতেই সাফল্য পায় সফরকারী বার্সেলোনা।

খেলার তৃতীয় মিনিটেই জর্দি আলবার ক্রসে নিজেদের জালে বল জড়িয়ে দেন ভিয়ারিয়ালের পাউ তোরেস। তবে ১৪তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান জেরার্দ মোরেনো।

২০তম মিনিটে মেসির বাড়ানো বল পেয়ে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। এরপর ৪৫তম মিনিটে মেসির ব্যাকহিলে বল পেয়ে দুর্দান্ত চিপে গোল করেন ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান। ৮৬তম মিনিটে দলের চতুর্থ গোল করেন বার্সার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি।

লা লিগার চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট সংখ্যা ১৯টি। এটাই লা লিগার এক মৌসুমে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

লিগের এখনো ৪ ম্যাচ বাকি। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৭৭) চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে বার্সেলোনা। এখন শিরোপা ধরে রাখতে নিজেরদের সব ম্যাচ জেতার পাশাপাশি রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর প্রার্থনা করতে হবে বার্সেলোনাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh