ধামুরা বন্দরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু

প্রকাশ: ০৮ জুলাই ২০২০, ০৩:৪০ এএম | আপডেট: ০৮ জুলাই ২০২০, ০৪:২৪ এএম

সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড বরিশালের উজিরপুরের ধামুরা বন্দরে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে। 

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। 

এছাড়াও ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনআরবিসি ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান। ভিডিও কনফারেন্সে উদ্বোধক ছিলেন ব্যাংকটির পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান।

বরিশালের ধামুরা বন্দরে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু...

এছাড়াও ভিডিও কনফারেন্সে আরো যুক্ত ছিলেন- শোলক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান মনির। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ডের ডেপুটি ইউনিট কমান্ডার ডা. এ. এন. এম. আব্দুল হাকিম, শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ কাজী ইমাউল হক কবির। 

এ সময় প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেন।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, করোনাভাইরাসের এই মহামারির সময়ে এনআরবিসি ব্যাংক প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবে। 

তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এনআরবিসি সব সময় মাঠে থেকে মানুষকে ব্যাংকিং ও চিকিৎসা সেবা দেবে। 

অনুষ্ঠানে ব্যাংকের বরিশাল শাখার প্রধান জে কে এ এম মাকসুদ বিন হারুন, ধামুরা উপশাখার ইনচার্জ  মো. নাদির হাসানসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে  এনআরবিসি হোম লোন ৯৯৯, রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, বিআরটিএ ফি গ্রহণ, ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত ফি গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘এনআরবিসি প্লানেট’’। 

এছাড়া, গ্রাহক সহজেই তার একাউন্ট থেকে এনআরবিসি প্লানেটের মাধ্যমে যেকোন  বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh