কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২০, ১০:১২ এএম | আপডেট: ০৯ জুলাই ২০২০, ১০:১৮ এএম

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী ছিল এবং ঘটনাস্থল থেকে ৩ লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরের দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নূর আলম (৪৫), মো. হামিদ (২৫) ও নাজির হোসেন (২৫)। এরা সবাই উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh