ম্যানইউর নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১২:১৯ পিএম

চলতি মৌসুমের শুরুতে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড লকডাউনের পর যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম ক্লাব হিসেবে টানা চার ম্যাচে ৩ বা তার বেশি গোল করে জেতার রেকর্ড গড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ বৃহস্পতিবার রাতে তারা অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। এর আগের তিন ম্যাচে যথাক্রমে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০, ব্রাইটনকে ৩-০ এবং বর্নমাউথকে ৫-২ গোলে হারিয়েছিল ওলে গানার সুলশারের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে প্রথমার্ধেই জোড়া গোল করে পল পগবারা। ব্রুনো ফার্নান্দেস ২৭ মিনিটে গোল করার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাসন গ্রিনউড। দ্বিতীয়ার্ধে শেষ গোলটি করেন পল পগবা।

এক সময় পয়েন্ট টেবিলের দশে থাকা দলটি অব্যাহত জইয়ে টেবিলের পঞ্চম স্থানে চলে এসেছে। চতুর্থ স্থানে থাকা লেস্টার সিটি থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাবটি। লিগের ৩৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ম্যান ইউ। বাকি থাকা চার ম্যাচে লিস্টারকে টপকে যেতে পারলেই মিলবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের টিকিট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh