এন্ড্রু কিশোর স্মরণে ‘গানওয়ালা’র আয়োজন ১১ টায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১০:১৪ পিএম

বাংলা চলচ্চিত্রের সর্বাধিক গানের গায়ক ও প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর মারা গেছেন। তার মৃত্যুর মধ্যে দিয়ে থেমে গেছে বাংলা গানের এক বিরাট অধ্যায়ের। পরপারে চলে গেলেও রেখে গেছেন অসংখ্য কালজয়ী কাজ।

কিংবদন্তী এই সংগীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে ‘গানওয়ালা’ আয়োজন করেছে ফেসবুক লাইভের। তার রেখে যাওয়া পনের হাজারের অধিক গান ও তাকে নিয়ে স্মৃতিচারণ করতেই এই বিশেষ আয়োজন করতে যাচ্ছে তারা। 

আজ শুক্রবার (১০ জুলাই) রাত এগারোটায় এন্ড্রু কিশোর স্মরণে ‘গানওয়ালা  আড্ডা’র লাইভ শুরু হবে। 

গণমাধ্যমকর্মী ও গীতিকবি সুমন সাহার সঞ্চালনায় এই আড্ডায় অংশ নেবেন  দেশের স্বনামধন্য সংগীত পরিচালক ইমন সাহা। সঙ্গে গান গাইবেন সংগীতশিল্পী চম্পা বনিক ও আতিক রহমান। 

আয়োজনটি প্রচারিত হবে https://www.facebook.com/gaanwala.m/ লিংকে।

উল্লেখ্য,  সোমবার (৬ জুলাই) দীর্ঘ ১০ মাস মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমান এন্ড্রু কিশোর। বাংলা গানে বিশেষ অবদানের জন্য আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh