মেসির রেকর্ড গড়ার দিনে বার্সার কষ্টার্জিত জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১১:২২ এএম

লকডাউন শেষে ফুটল ফেরার পর যেন খেই হারিয়ে ফেলেছে বার্সেলোনা। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোর সুবাদে শীর্ষে চলে গেছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে লিওনেল মেসির রেকর্ড গড়ার দিনে কষ্টার্জিত জয়ে চলতি মৌসুমের লা লিগা শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা।

শনিবার রাতে আর্তুরো ভিদালের একমাত্র গোলে রিয়াল ভায়োদোলিদকে তাদের মাঠে ১-০ ব্যবধানে হারিয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা। 

ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় কিকে সেতিয়েনের শিষ্যরা। লিওনেল মেসির পাস থেকে ভায়োদোলিদের জালে বল পাঠান ভিদাল। চলতি মৌসুমের লা লিগায় চিলিয়ান মিডফিল্ডারের এটি অষ্টম গোল।

অ্যাসিস্ট করে অনন্য এক মাইলফলকে পা রেখেছেন মেসি। তিয়েরি অঁরির পর প্রথম খেলোয়াড় হিসেবে ২০ গোলের পাশাপাশি ২০ গোলে অ্যাসিস্ট করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এর আগে লা লিগায় ২০০৮-০৯ মৌসুমে ২০ গোলে এসিস্টের রেকর্ড করেছিলেন জাভিয়ের হার্নান্দেজ। 

৩৬ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৯। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh