যুক্তরাজ্যে হুয়াওয়ের ফাইভ জি নেটওয়ার্ক নিষিদ্ধ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৮:৫৫ পিএম

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসের সিদ্ধান্ত অনুযায়ী, ব্রিটিশ মোবাইল কোম্পানিগুলো হুয়াওয়ের ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। তাই ৩১ ডিসেম্বর থেকে হুয়াওয়ের ফাইভ জি প্রযুক্তির সামগ্রী কিনতে পারবে না ব্রিটিশ কোম্পানিগুলো- খবর বিবিসির।

শুধু তাই নয়, হুয়াওয়ের ফাইভ জির সব ধরনের সামগ্রী ২০২৭ সালের মধ্যে অপসারণ করতে হবে। 

মূলত ব্রিটিশ সরকার তথ্য পাচারের অভিযোগে হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ফলে এমন সিদ্ধান্ত নিয়েছে। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্যের ডিজিটাল, সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অলিভার ডাউডেন। 

এ বিষয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। তবে ব্রিটিশ টেলিকম নেটওয়ার্কের জন্য, আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এবং আমাদের অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে এটি একটি ভাল সিদ্ধান্ত।

তবে চীনা কোম্পানিটির টুজি, থ্রিজি এবং ফোর্জজি প্রযুক্তি অপসারণ করা প্রয়োজন আছে বলে মনে করে না যুক্তরাজ্য। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh