ডিলিট হওয়া ফোন নম্বর ফিরে পাওয়ার উপায়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১২:৫১ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২০, ১২:৫৪ পিএম

স্মার্টফোন অনেক কারণে রিসেট দিতে হয়। এর কারণে ফোনে থাকা সবকিছু ডিলিট হয়ে যায়। এছাড়াও, কোনো কারণে গুরুত্বপূর্ণ কারো ফোন নম্বর ডিলিট হয়ে গেলে বিপাকে পড়তে হয়। 

তাই প্রয়োজনীয় ফোন নম্বর সংরক্ষণ করতে গুগল কনট্যাক্ট ব্যবহার করেন অনেকে। স্মার্টফোনে জিমেইল লগইন করলেই গুগল কনট্যাক্ট থেকে সংরক্ষণ করা নম্বরগুলো ফোনবুকে চলে আসে।

তবে এর আগে কোনো কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নাম্বার ডিলিট হয়ে যেত, তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না। এবার সেই উপায় নিয়ে এলো গুগল কনট্যাক্ট।

গুগল কনট্যাক্টের এই ফিচারটি অনেকটা রিসাইকেল বিনের মতো। তাই এর নাম দেয়া হয়েছে ট্রাস। যা গুগল কনট্যাক্টে নতুন ট্যাব হিসেবে যুক্ত হচ্ছে।

ডিলিট হওয়া ফোন নম্বরগুলো ট্রাসে পাওয়া যাবে। ডিলিট হওয়া নাম্বার ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে।

নম্বরটি অ্যাপ নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল তাও জানা যাবে এখানে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh