এমপিওভুক্ত শিক্ষকদের বিলম্বে বেতন

মোহাম্মদ আলী

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৪:১২ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২০, ০৪:১৮ পিএম

আমরা এমপিওভুক্ত শিক্ষকরা বরাবরের মতোই সরকারি শিক্ষকদের তুলনায় বেতন বৈষম্যের পাশাপাশি মাসের শুরুতে বেতন উত্তোলনেও বৈষম্যের শিকার। যেখানে একই সিলেবাসে পাঠদান করিয়ে সরকারি শিক্ষকরা বেতন+বাসস্থান ভাতা+চিকিত্সা ভাতা+বিবিধ সুবিধা পেয়ে থাকেন মাসের ১ তারিখে। 

সেখানে আমরা মূল বেতনের সঙ্গে নামমাত্র বাসস্থানভাতা ১০০০ টাকা এবং চিকিত্সাভাতা ৫০০ টাকা পাই মাসের ১০, ১৫ অথবা ২০ তারিখে। আমরা মাসের শুরুতে বেতন কখনো তুলতে পারি না। 

বেতন প্রদানে বিলম্ব করার জন্য মূলত দায়ী শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের কিছু অলস কর্মকর্তা এবং বেতন প্রদানকারী ব্যাংকগুলোর ব্যবস্থাপকেরা- যাঁদের অবহেলার কারণে মূলত শিক্ষকদের এমন দুর্দশা। শিক্ষকদের বেতন বাবদ হাজার কোটি টাকা ১ দিনও যদি ব্যাংকের ভল্টে রাখা যায়- লাভ বাদে ক্ষতি কী? 

দুঃখের বিষয় হলো, জুন ২০২০-এর বেতন আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা এই অবস্থার অবসান চাই। আমরা সারা দেশের এমপিও শিক্ষকরা এর প্রতিকার চাইছি।

লেখক: মোহাম্মদ আলী, ফটিকছড়ি, চট্টগ্রাম

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh