কিশোরগঞ্জে নকল সিল ও জাল দলিলসহ আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০২:০৭ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২০, ০২:২৫ পিএম

কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া গাছ বাজার এলাকা থেকে ভূমি সংক্রান্ত জাল দলিল ও কিশোরগঞ্জ জেলার সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন কর্মকর্তাদের নকল সিল জালিয়াতি প্রতারকচক্রের এক সদস্যকে আটক করেছে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ সিপিসি-২।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে র‍্যাব শোলাকিয়া গাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাকির খান নামে এই প্রতারককে আটক করে। তিনি জেলার তাড়াইল উপজেলার বাসিন্দা।


র‌্যাব কোম্পানি কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এইসব নকল সিল তৈরি করে কিশোরগঞ্জ সদর থানা ও আশপাশ এলাকায় জালিয়াতি ও প্রতারণা ব্যবসা করে আসছিল। আটক জাকিরের কাছ থেকে ৬৭টি নকল সিল জব্দ করা হয়। 

তিনি বলেন, এছাড়াও আসামির কাছ থেকে তারই হাতের লেখা নকল দলিলসহ পাকিস্তান আমলের নকল স্ট্যাম্প এবং বিপুল পরিমাণের ভুয়া মাঠপর্চা, নকল খতিয়ান ও ভুয়া দলিল উদ্ধার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh