চিত্রনায়িকা পপি করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৪:০০ এএম

দেশে করোনা বিস্তারের আগেই চিত্র নায়িকা পপি বেড়াতে গিয়েছিলেন তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। পরে লকডাউনে সেখানে আটকা পড়েন তিনি। 

তবে এ সময়ে শুধু ঘরে বসেই কাটাননি তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। নিজের সামর্থের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পাশ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেছেন। আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে পপির জন্য।

জনপ্রিয় এ নায়িকা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পরবর্তীতে পপির শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। জ্বর ও কাশি ছিল। জ্বর মাঝে কমে গেলেও শ্বাসকষ্ট বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে পরিবারের পরামর্শে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন পপি। বুধবার (২২ জুলাই) কভিড-১৯ পজিটিভ রেজাল্ট আসে তার।

বর্তমানে পপি খুলনা খালিশপুরে তার নিজ বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (২৪ জুলাই) বর্তমান পরিস্থিতি সম্পর্কে পপি গণমাধ্যমকে জানান, এখন জ্বর ও কাশি দুটোই আছে তার। তবে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। তাছাড়া শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন। পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে পৃথক থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। 

পপি জানান, আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন। তবে এখনো হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। 

করোনা মুক্ত হয়ে আবার যেন মানুষের পাশে থাকতে পারে এবং কাজে ফিরতে পারেন এজন্য পপি দেশাবাসীর কাছে দোয়া চেয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh