প্রভু ও এপোকেলিপ্স

আফরোজা সোমা

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৯:৪১ এএম | আপডেট: ২৭ জুলাই ২০২০, ০৯:৪৭ এএম

ক্ষয়ে যাবার আগে তোমরা তুমুল বাঁচতে চেয়েছিলে

উন্মুল বিকেলের দিকে ছুঁড়ে দিতে চেয়েছিলে প্রগাঢ় চুম্বন।


ডুমুর গাছের ডালে অপরাহ্নে বসে ডাকে যে একলা পাখি

জাদুর রুমাল দিয়ে তার জন্য বানাতে চেয়েছিলে 

একটি মায়াবি দোসর।


তবু, তোমাদের দিকে ধেয়ে এলো দাবানল

এলো খরা, মড়ক ও বন্যার দিন


তোমরা এর নাম দিয়েছিলে এপোকেলিপ্স

তোমরা এর দায় দিয়েছিলে পবিত্র গ্রন্থের কাঁধে

তোমরা বলেছিলে, সবই প্রভুর ইচ্ছা।


অথচ প্রভু কাঁদছিলেন

বেদনায় মূহ্যমান হয়ে 

লোভাতুর সন্ততির মুখের দিকে চেয়ে ভাবছিলেন:

এই যে আমি, জননী বসুন্ধরা- তোমাদের প্রভু; 

আমাকেই গণিমতের মাল ভেবে হরিলুট করছ। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh