সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১১:৫৯ এএম

মাশরুর আরেফিন।

মাশরুর আরেফিন।

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন কবি, ঔপন্যাসিক ও দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

সোমবার (২৭ জুলাই) সকালে মাসরুর নিজেই এ বিষয়টি জানিয়েছেন। 

জ্বর ও কাশিতে গত দুই তিন দিন ধরে ভুগছিলেন তিনি। শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। পরীক্ষায় রিপোর্ট পিজিটিভ আসে। 

মাশরুর জানান, শরীরে অন্য কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। 

উল্লেখ্য, মাসরুর আরেফিন কোনো ব্যাংকের শীর্ষ নির্বাহী যিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ২৬শে এপ্রিল সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার করোনায়  আক্রান্ত হয়ে মারা যান। তখন সহকর্মীকে নিয়ে ফেসবুকে আবেগঘন দীর্ঘ পোস্ট লিখেছিলেন তিনি। 

মাসরুর আরেফিন মূলত একজন কবি, ঔপন্যাসিক ও অনুবাদক। তার অনুবাদ ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’ ও ‘হোমারের ইলিয়াড’ বাংলা অনুবাদ সাহিত্যে দুটি বড় কাজ হিসেবে স্বীকৃত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh