করোনাকে জয় করে ৭ মিনিটে হ্যাটট্রিক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:০৭ এএম

এপ্রিলের মাঝামাঝি সময়ে চীনা সুপার লিগের একমাত্র ফুটবলার হিসেবে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফেলাইনি। তিন সপ্তাহ চীনের স্থানীয় এক হাসপাতালে ভর্তি থেকে সুস্থ হয়ে ঘরে ফেরেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। করোনা যে তাকে দমাতে পারেনি, ৭ মিনিটে হ্যাটট্রিক করে প্রমাণ করেছেন এই বেলজিয়ান ফুটবলার।

রবিবার চীনা সুপার লিগে ফেলাইনির হ্যাটট্রিকে ভর করে দালিয়ান প্রোকে ৩-২ গোলে হারাল শেনডং লুনেং। করোনাকে জয় করে মাঠে ফিরেি হ্যাটট্রিক করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফুটবলার। তিনটি গোলই তিনি করেছেন হেড থেকে।

সালোমোন রন্ডনের গোলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল রাফায়েলে বেনিতেজের দল দালিয়ান প্রো। কিন্তু ৭৯ মিনিট, ৮৩ মিনিট এবং ৮৬ মিনিটে তিনটি সেটপিস থেকেই ফেলাইনির সুযোগ-সন্ধানী হেড জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে।

হ্যাটট্রিকের পর গ্যালারিতে উঠে দাঁড়িয়ে বেলজিয়ান ফুটবলারটিকে অভিবাদন জানান তার সতীর্থরা।

ম্যাচ জিতিয়ে ফেলাইনি বলেন, ‘গোল করা সবসময়ই একটা দারুণ অনুভূতি। ম্যাচ জিতে কার না ভালোলাগে? খেলাটা কঠিন ছিল তবে দুর্দান্ত লড়াই হয়েছে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh