হুয়াওয়ের ৬০ শতাংশ কর্মী চাকরি হারাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১১:১৬ এএম

করোনা পরিস্থিতিতে হুয়াওয়ে টেকনোলজিস কর্পোরেশন অর্ধেকেরও বেশি কর্মী ছাঁটাই করবে। এতে চাকরিচ্যুত হবে প্রতিষ্ঠানটির অনেক কর্মী। 

সোমবার (২৭ জুলাই) ইকোনমিক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়।

গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং বৈশ্বিক পরিষেবা কেন্দ্রের ছাড়া অন্যান্য সকল শাখা থেকে ৬০-৭০ শতাংশ ভারতীয় কর্মী ছাঁটাই করবে হুয়াওয়ে।

প্রতিবেদনে জানানো হয়েছে, কর্মীদের সম্মতি নিয়ে এবং তাদের প্রাপ্য সুবিধাদি দিয়েই ছাঁটাই করা হবে। 

এদিকে  হুয়াওয়ে টেকনোলোজিস কর্পোরেশন ২০২০ সালে ভারতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫০ শতাংশতে কমিয়েছে। আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৫ কোটি থেকে ৫০ কোটি মার্কিন ডলারে নেয়া হয়ছে।

বিশ্বজুড়ে সমাদৃত চীনের এই টেলিকম কোম্পানি এ বছর ৭০ থেকে ৮০ কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হচ্ছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh