হোম অফিসের মেয়াদ বাড়ালো গুগল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:০৭ পিএম

করোনাভাইরাস মহামারির কারণে টেক জায়ান্ট গুগল তাদের বেশিরভাগ কর্মীকে বাসা থেকে কাজ করার সময় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাড়িয়েছে। 

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই ইমেইলে কর্মীদের বলেছেন, পরিকল্পনা এগিয়ে নিতে বিশ্বব্যাপী কার্যক্রম সম্প্রসারণে আমাদের কর্মীরা ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাসায় থেকে কাজ করবেন। এ সময়ে তাদের অফিসে আসতে হবে না।

যুক্তরাষ্ট্রের দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানায়,বিশ্বব্যাপী গুগলের ২ লাখ কর্মীর বাসায় থেকে কাজ করার আগের সময়সীমা ছিল ২০২১ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত। এখন এই সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানো হলো।

এই সিদ্ধান্তে স্বাভাবিক সময়ের মতো কর্মীদের অফিসে ফেরায় মহামারির ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় আশঙ্কায় অন্যান্য টেক ফার্ম ও বৃহৎ প্রতিষ্ঠান বাসায় থেকে কাজ করার মেয়াদ বৃদ্ধির ব্যপারে একই ধরণের পদক্ষেপ নিতে পারে।

 গুগল কর্তৃপক্ষ গত মে মাসে ঘোষণা দিয়েছিলো, তারা চলতি বছরের জুন থেকেই বিশ্বজুড়ে তাদের অফিসগুলো পুনরায় খোলা শুরু করবে। কিন্তু গুগলের অধিকাংশ কর্মী ঘরে বসে কাজ করার বিষটির উপরে বেশি আগ্রহ করার কারণে তখন সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh