অধ্যাপক পদে ৬০৯ জনকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১০:৩২ পিএম

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ৬০৯ জন কর্মকর্তাকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ৫০,০০০-৭১,২০০ টাকা বেতনক্রমে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। এরমধ্যে অর্থনীতির ৪৪ জন, আরবির পাঁচজন, ইসলামী শিক্ষার ১৭ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ৫৩ জন, ইংরেজির ৪৩ জন, ইতিহাসের ৪৫ জন, উদ্ভিদবিদ্যায় ৪৬ জন, কৃষি বিজ্ঞানে তিনজন, গার্হস্থ্য অর্থনীতির চারজন, গণিতের ৩৪ জন, দর্শনের ৫০ জন রয়েছেন।

এছাড়াও পদার্থবিদ্যার ২৯ জন, পরিসংখ্যানের একজন, প্রাণিবিদ্যার ৩৬ জন, বাংলার ২১ জন, ব্যবস্থাপনায় ৩৯ জন, ভূগোলের চারজন, মৃত্তিকা বিজ্ঞানের একজন, মনোবিজ্ঞানের তিনজন, রসায়নের ২২ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৪৬ জন, সমাজকল্যাণের ১৬ জন, সমাজবিজ্ঞানের ৬ জন, সংস্কৃতির একজন, হিসাববিজ্ঞানের ৩৩ জন এবং শিক্ষায় পাঁচজন।

আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগদান করবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর প্রকাশিত নির্দেশনাবলী অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ৬০৯ জনের মধ্যে দুইজন বিদেশে রয়েছেন। তারা এসে যোগদান করবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh