ক্রিকেটারদের ১০ মাস ধরে বেতন দেয় না বিসিসিআই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ১০:২৩ এএম

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড প্রায় ১০ মাস ধরে তাদের ক্রিকেটারদের বকেয়া অর্থ পরিশোধ করেনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২৭ জন চুক্তিবদ্ধ খেলোয়াড় গত বছরের অক্টোবরের পর থেকে ত্রৈমাসিক কিস্তির প্রথমটি এখনো পাননি। 

২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে জাতীয় দল যে দুইটি টেস্ট, নয়টি ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি খেলা খেলেছে। তাদের ম্যাচ ফিও এখনো দেয়নি ক্রিকেট বোর্ড।

বিসিসিআই ক্রিকেটারদের জন্য বছরে ৯৯ কোটি রুপি বেতন বাবদ খরচ করে। এর মধ্যে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহরা এ প্লাস গ্রেডে আছেন। তারা বছরে সাত কোটি রুপি বেতন পান। এছাড়া এ গ্রেডের ক্রিকেটাররা পাঁচ কোটি, বি গ্রেডের ক্রিকেটাররা তিন কোটি ও সি গ্রেডের ক্রিকেটাররা বছরে পান এক কোটি রুপি বেতন।

২০১৮ সালের মার্চে বিসিসিআইয়ের দেয়া তথ্য অনুযায়ী, বোর্ড পাঁচ হাজার ৫২৬ কোটি রুপির মালিক। এছাড়া বোর্ডের ডিপোজিট আছে দুই হাজার ২৯২ কোটি রুপি। ২০১৮ সালে স্টার টিভির সাথে পাঁচ বছরের জন্য ৬ হাজার ১৩৮ কোটি এক লাখ রুপির সম্প্রচার চুক্তি করেছে বিসিসিআই।

চুক্তিবদ্ধ আটজন ক্রিকেটার নিশ্চিত করেছে, বিসিসিআই গত ১০ মাস ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি। -ইউএনবি

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh