ইটনায় নৌকাডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশু ও নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ধনু নদী থেকে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

নিহত তিনজন হলো- উপজেলার মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫), মোখলেছ মিয়ার স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের নৌকার মাঝি হাসান আলী (৭০)।

এর আগে গতকাল রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৯টার দিকে নৌকার মাঝি হাসান আলীর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। এর আধা ঘণ্টা পর একই স্থান থেকে শিশু হিরামনি ও নববধূ সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার মাগুরী গ্রামের হাসান আলী একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় করে একই উপজেলার কুর্শি গ্রামে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে ওইদিন সন্ধ্যায় ফেরার পথে বাড়ির কাছাকাছি আসার পর প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন এসে নৌকার আট যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় তিনজন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় ডুবুরি দল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh