তিস্তায় বাঁধের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২০, ০৪:৫৭ পিএম

ভাঙন রোধে তিস্তার বাম তীরে বাঁধের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদী তীরের মানুষ। 

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে তিস্তার বাম তীরে উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে ভাঙনের শিকার গ্রামবাসীরা জানান, গত ৭২ ঘণ্টায় মহিষখোঁচা ইউনিয়নের সিংগিমারী গ্রামের প্রায় ৫০০ বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঈদের রাতেও বেশ কয়েকটি ঘর নদীতে ভেসে গেছে। সরানোর লোক না থাকায় এসব ঘরবাড়ির কিছুই রক্ষা করতে পারেনি ক্ষতিগ্রস্তরা। 

ভাঙনের শিকার পরিবারগুলোর অনেকের বাড়ি করার জমি না থাকায় রাস্তায় ঘর রেখে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। নদীর তীব্র ভাঙনে ইতোমধ্যে সিংগিমারী গ্রাম বিলীন হয়ে গেছে।  

এবার দক্ষিণ বালাপাড়া গ্রামে দেখে দিয়েছে ভয়াবহ ভাঙন। মানববন্ধন থেকে নদী ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধের দাবি জানান গ্রামবাসী।


স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক নুর আলম সেফাউল, চিত্রশিল্পী বাবলু মিয়া, ব্যবসায়ী মানজেদুল ইসলাম, কৃষক মন্টু মিয়া প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh