নাফ নদী সাঁতরে হাতি এলো টেকনাফে

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০২:১৯ পিএম

নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে এসেছে একটি মা হাতি। পরে সেটিকে টেকনাফ উপজেলার বনাঞ্চলের দিকে পাঠিয়ে দেয়া হয়।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়ায় নৌবন্দর ও কেয়ারিঘাট এলাকা থেকে গতকাল সোমবার (৩ আগস্ট) হাতিটি উদ্ধার করা হয়। এছাড়া আরো তিনটি হাতি সীমান্তের জলিলেরদিয়া এলাকায় অবস্থান করছে। 

বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে একটি মা হাতি বাংলাদেশে ঢুকেছে। নাফ নদীর সীমান্তে আরো তিনটি হাতিকে অবস্থান নিতে দেখা গেছে।

টেকনাফের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নাফ নদীর সীমান্তে আরো তিনটি হাতি অবস্থান করছে বলে বন বিভাগ জানিয়েছে। ওই স্থানে বন বিভাগের লোকজন পাহারা বসিয়েছে, যাতে হাতিগুলো নিরাপদে চলে আসতে পারে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh