টিকটকের মালিকানা প্রতিষ্ঠানকে ট্রাম্পের হুমকি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:২৯ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২০, ০৬:৫৩ পিএম

এবার টিকটক অ্যাপের মালিকানা প্রতিষ্ঠান বাইটডেন্সকে হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ট্রাম্প, কোম্পানিটিকে ছয় সপ্তাহ সময় বেধে দিয়ে, আমেরিকার কোনো প্রতিষ্ঠানের কাছে এটি বিক্রি করে দেয়ার নির্দেশ দেন। আর এই সময়ের মধ্যে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের হাতে বিক্রি না করলে এটির ‘ব্যবসা গুটিয়ে’ দেয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের ভাষ্য, ‘এটা আমেরিকার কোনো কোম্পানির হবে…। এটার মালিকানা থাকবে এই দেশে। কেননা আমরা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখতে চাই না।’

‘আমি ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় ঠিক করে দিলাম। এরপর এটি (টিকটক) যুক্তরাষ্ট্রে ব্যবসার বাইরে চলে যাবে। যুক্তরাষ্ট্র দামের সর্বোচ্চটাই দেবে। কেননা আমরা এটির মালিকানা বদল সম্ভব করব’, যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, অ্যাপটি নিজেদের মালিকায় আনলে যুক্তরাষ্ট্র আর্থিকভাবে কতটুকু লাভবান হবে এ নিয়ে এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছে মাইক্রোসফটের প্রতিনিধিরা।

২০১৭ সালে চালু হওয়ার অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় ৬০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও তৈরির অ্যাপ টিকটক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh