ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ০৪:৩৭ পিএম | আপডেট: ০৪ আগস্ট ২০২০, ০৫:৪৯ পিএম

ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। অপরদিকে নানা কারণে ঈদে গ্রামে যেতে না পারা অনেকে ঢাকা ছাড়ছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ফেরিঘাটে এখনও নেই মানুষের বাড়তিচাপ। রাস্তায় ভারী যানবাহন না থাকায় যানজটের পরিমাণও কম। তবে গাবতলীতে হালকা দেখা গেছে যানজট। অন্যদিকে, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নেয়া হচ্ছে বলে দাবি পরিবহন সংশ্লিষ্টদের।

এদিকে, দক্ষিণাঞ্চল থেকে কর্মস্থলমুখী যাত্রীদের আনাগোনা দেখা গেছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ঘাটগুলোতে খুব একটা চাপ না থাকলেও দিন বাড়ার সাথে সাথে যাত্রীদের ভিড় বাড়বে বলে আশা করছেন বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক আক্তার হোসেন। 

এ ব্যাপারে তিনি জানান, যাত্রীরা যেন নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারেন সেজন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh