‘টিকটক’ থেকে অশালীন কন্টেন্ট সরাতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ০২:০১ পিএম

ভিডিও তৈরির অ্যাপ ‘টিকটক’ থেকে অশালীন কন্টেন্ট সরিয়ে ফেলতে এবং এসব কন্টেন্ট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে বলা হয়েছে ‘নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।’

আজ বুধবার (৫ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন  তথ্য মন্ত্রণালয়ের সচিব ও আইসিটি বিভাগের সচিব বরাবর ই-মেইলের মাধ্যমে নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশের বিষয়ে আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন বলেন, ‘আমরা ইদানিং লক্ষ্য করছি ‘টিকটক’ অ্যাপ দিয়ে অশালীন ভিডিও কনটেন্ট তৈরি করছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে অনেক শিশু-কিশোর ও যুবক বিপথগামী হচ্ছে এবং নানারকম অপকর্মে জড়িয়ে পড়ছে। তাই আমাদের কিশোর-তরুন প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষার জন্য এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সে বিবেচনায় আজ আমি এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছি।’


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh