স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২০, ১০:৩০ পিএম

করোনাভাইরাস মহামারিতে স্বর্ণের দাম বৃদ্ধি থেমে নেই। পাল্লা দিয়ে বেড়েই চলছে ধাতুটির দাম। দেশের বাজারে সব মানের স্বর্ণ প্রতি ভরিতে ৪ হাজার ৪৩০ টাকা বেড়েছে, যা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে।

বাজুস জানায়, বৃহস্পতিবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম পড়বে ৭৭ হাজার ১৮৯ টাকা; যা বুধবার পর্যন্ত ৭২ হাজার ৭৮৩ টাকায় বিক্রি হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৭৪ হাজার ৪১ টাকা, যা বুধবার পর্যন্ত ৬৯ হাজার ৬৩৪ টাকায় বিক্রি হয়েছে।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৫ হাজার ২৯৬ টাকা, যা বুধবার পর্যন্ত ৬০ হাজার ৮৮৬ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৫৪ হাজার ৯৭৬ টাকা, যা বুধবার পর্যন্ত ৫০ হাজার ৫৬৩ টাকা ছিল।

জুয়েলারি ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। আর সনাতন পদ্ধতির স্বর্ণ পুরোনো অলঙ্কার গলিয়ে তৈরি করা হয়। এক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ স্বর্ণ মিলবে তার কোনো মানদণ্ড নেই। অলঙ্কার তৈরিতে স্বর্ণের দরের সঙ্গে মজুরি ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যোগ করে দাম ঠিক করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh