সিন্ডিকেট দৌরাত্ম্যে বন্ধ টাঙ্গাইলের মনতলা পর্যটন কেন্দ্র

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ১০:০৯ পিএম

ছবি: সাম্প্রতিক দেশকাল

ছবি: সাম্প্রতিক দেশকাল

টাঙ্গাইল শহরের জনপ্রিয় ভ্রমণের স্থান ‘মনতলা’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। অতিরিক্ত নৌকা ভাড়া ও খাবারের দাম বেশি নেয়ার কারণেই বন্ধ করা হয় পর্যটন কেন্দ্রটি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন ভ্রমণস্থানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে বন্ধ ঘোষণা করেন মনতলা স্পট।

মো. মোশারফ হোসেন জানান, টাঙ্গাইলের ‘সাংবাদিক নওশাদ রানা সানভী’ নামের ফেসবুকে পেইজ থেকে মনতলার সিন্ডিকেট নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। সেই খবর পেয়ে এখানে এসে দেখতে পাই নৌকা দিয়ে ভ্রমণে ৬০ টাকার ভাড়া ৫০০ টাকা এবং রেটের তালিকা ঝুলিয়ে রেখেছে। সেই সাথে ফাস্টফুড খাবারের দাম অনেক বেশি নিচ্ছে এখানকার দোকানদারেরা।

এছাড়াও এই ভ্রমণ কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে বখাটেদের আড্ডা দিন দিন বেড়ে গেছে। নৌকা দিয়ে কিশোর-কিশোরীরা অনিয়ন্ত্রিতভাবে চলাফেলা করে আসছে। যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এখানে। এজন্য অনির্দিষ্টকালের জন্য এই মনতলা বন্ধ করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বিবেচনা সাপেক্ষে ফের চালু করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh