ট্রলারডুবির ১৮ ঘণ্টা পর ২০ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২০, ০৬:১৮ পিএম

সুন্দরবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আনছার খানের মালিকানা এফবি সিমা-২ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে।

পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে জেলেদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন কচিখালীর পশ্চিমে লাশমি এলাকায় ঝড়ের কবলে আনছার খানের মালিকানাধীন এফবি সিমা-২ ট্রলারের ২০ জেলে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। তখন আকস্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়।

এ সময় কাছাকাছি থাকা অন্য একটি ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh