মাশরাফির মা-বাবাসহ পরিবারের ৪ জন করোনা আক্রান্ত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ১১:০০ এএম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মা-বাবা, মামি ও ছোট ভাইয়ের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

আজ শনিবার (৮ আগস্ট) সকালে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন।  

পারিবারিক সূত্রে জানা গেছে, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, মা হামিদা মোর্ত্তজা বলাকা, মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া করোনা আক্রান্ত হয়েছেন। এরপর মাশরাফির নড়াইল শহরের বাড়ির প্রবেশদ্বারে দুইটি ‘লাল পতাকা’ টানিয়ে দেয়া হয়েছে। সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা রাসেল বিল্লাহ বলেন, মাশরাফি পরিবারের আক্রান্ত চারজনই নড়াইলের বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং তারা সবাই সুস্থ আছেন।

এর আগে গত ২০ জুন মাশরাফির করোনা পজিটিভ আসে। এছাড়া মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি, শাশুড়ি হোসনে আরা, ছোট ভাই মোরসালিন, মাশরাফির স্ত্রী সুমির বড় বোন ও ভাগ্নি করোনা আক্রান্ত হওয়ার পর সবাই সুস্থ হয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh