নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মাহাথিরের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২০, ০১:৪৬ পিএম

মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একটি নতুন রাজনৈতিক দল গঠনের অভিপ্রায়ের কথা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর নিজ দল থেকে বহিষ্কার হওয়ার কয়েক মাস পরে তিনি এ সিদ্ধান্ত নিলেন।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির বলেন, একটি জাতিগত মালয়-ভিত্তিক রাজনৈতিক দল গঠন করেবেন তিনি। নতুন দলটি প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন পেরিকাতান নেসিওনাল (পিএন) সরকার বা বিরোধী পাকতান হরপানের (পিএইচ) সাথে জোট বাঁধবে না।

৯৫ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন,  আমাদের উদ্দেশ্য দুর্নীতি নির্মূল করা। দেশে এখন নতুন নেতৃত্ব অর্থ লাভের জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছে।

মাহাথির ২০১৬ সালে জাতীয় নির্বচনে জয়লাভ করে ক্ষমতায় আসার আগে পার্টি প্রিবুমি বেরাসাতু মালয়েশিয়া (পিপিবিএম) প্রতিষ্ঠা করেন। তিনি নিজে দলটির চেয়ারম্যান হন ও মুহিউদ্দিনকে প্রেসিডেন্ট নিযুক্ত করেন। এ বছরের শুরুর দিকে পিপিবিএম দলের মধ্যে এক বিরোধের জেরে মুহিউদ্দিন বিরোধী দলের সাথে পিএন জোট গঠন করেন এবং মাহাথির ও তার সাথে সংশ্লিষ্ট এমপিদের দল থেকে বহিষ্কার করা হয়।

মাহাথির ও অন্য এমপিদের দলের সদস্যপদ বাতিলের বিষয়ে দায়ের করা মামলা হাইকোর্ট খারিজ করার পরে মাহাথির নতুন দল গঠনের এ সিদ্ধান্ত ঘোষণা করলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh