লেবাননের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১২:০৯ এএম | আপডেট: ১১ আগস্ট ২০২০, ১২:২৪ এএম

ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। 

সোমবার (১০ আগস্ট) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তাঁর মন্ত্রিসভার সব সদস্যও পদত্যাগ করেছেন। এর মধ্য দিয়ে দেশটির সরকার ভেঙে গেলো।

রাজধানী বৈরুতকে বিস্ফোরণের ঘটনায় ক্রমবর্ধমান চাপের মুখে পদত্যাগ করেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। 


গত মঙ্গলবার বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর বিক্ষোভ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগের ঘোষণা দেয়ার আগে আজ পদত্যাগ করেন দেশটির বিচারমন্ত্রী, তথ্যমন্ত্রী ও পরিবেশমন্ত্রী। কিন্তু বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ছিলেন। পরে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় পদত্যাগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী।



জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, দুর্নীতির মহামারির কারণেই বৈরুত বন্দরে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশের চেয়ে করাপশন সিস্টেম বড় হয়ে উঠেছে। তিনি বিস্ফোরণের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh