কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১১:৫৫ এএম

হোসাইন আহমেদ জুয়েল

হোসাইন আহমেদ জুয়েল

কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমেদ জুয়েল (৩০) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।  

তিনি গত রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় মারা যান।  

জুয়েল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৌর শহরের জয়পাশা এলাকার বাসিন্দা। উপজেলার হাজীপুর ইউনিয়নের বাসিন্দা ও জুয়েলের শ্বশুর জয়নাল আবেদিন গতকাল সোমবার (১০ আগস্ট) এতথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল কাতারে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। ৬ আগস্ট পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাওয়ার সময় কাতারের আলকুর এলাকায় গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাত পান। পরে স্থানীয় একটি হাসপাতালের নেয়ার পর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জুয়েলের শ্বশুর জয়নাল বলেন, জুয়েলের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তার তিন বছর বয়সী এক ছেলে আছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh