শুভ জন্মদিন ‘আহমেদ শরীফ’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ০১:৫১ পিএম

বাংলাদেশি চলচ্চিত্রে সফল খলনায়ক আহমেদ শরীফের জন্মদিন আজ। ৭৭ বছর বয়সী এই অভিনেতা প্রায় আট শতাধিক বাংলাদেশি চলচিত্রে অভিনয় করেছেন। খলনায়ক হিসেবে সফল হলেও, পর্দায় ভিন্ন চরিত্রেও তার বিচরণ দেখা গেছে।

তার অভিনীত প্রথম ছবির নাম ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ। তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুকছবিতে। এ ছবিটি সুপারডুপার হিট হয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম নির্মাণ করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ‘ক্ষণিক বসন্ত। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ‘ফুল ফুটে ফুল ঝরে। দীর্ঘ আট বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের এ নাটকের নাম ‘মাইরের ওপর ওষুধ নাই

অরুণোদয়ের অগ্নিসাক্ষী ছাড়াও দেনমোহর (১৯৯৬), তিন কন্যা (১৯৮৫) এবং বন্দুক তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে অন্যতম।

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠার সময়ে প্রথম সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এরপর আরো দুই মেয়াদে সাধারণ সম্পাদক এর এবং চার মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন গুণী এই অভিনেতা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh