সিট ফাঁকা নেই তবু বাড়তি ভাড়া

রেদ্বওয়ান মাহমুদ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০২:১৬ পিএম

করোনাকালে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ রেখে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যাত্রীদের থেকে ৬০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায়ের। কিন্তু যথাযথ নজরদারির অভাবে সিংহভাগ গণপরিবহনেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। 

অর্ধেক আসন ফাঁকা রাখা তো দূরের কথা, গাদাগাদি করে ওঠানো হচ্ছে যাত্রী। তবু কোথাও আবার দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। ফলে বিভিন্ন জায়গায় চালক-যাত্রীর মধ্যে অপ্রীতিকর ঘটনা যেমন ঘটছে, তেমনি দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। 

গণপরিবহনমুখী নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা এখন বড্ডো বিপাকে। পরিস্থিতি বিবেচনায় কঠোর নজরদারি নিশ্চিতকরণ অথবা অতিরিক্ত ভাড়া প্রত্যাহারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

রেদ্বওয়ান মাহমুদ, সিলেট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh