কুমিল্লা মেডিকেলে করোনায় ও উপসর্গে মৃত আরো ৬

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০১:৫২ পিএম

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও করোনার উপসর্গ নিয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে করোনার উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা গেছেন পাঁচজন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন একজন। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। 

আজ শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালটির পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, দুই নারীসহ মারা যাওয়া ছয়জনের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। তার নাম আবদুল হাকিম (৭০)। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও এলাকার বাসিন্দা। 

এছাড়া করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার সদর উপজেলার সুরুজ মিয়ার স্ত্রী আনজুয়ারা (৩০), দাউদকান্দি উপজেলার খোরশেদ আলমের স্ত্রী হোসনে আরা (৫৮), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মৃত আমির আলীর ছেলে মানিক (৫৫), কুমিল্লার বরুড়া উপজেলার মৃত বাদশা মিয়ার ছেলে দেলোয়ার হোসাইন (৬০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রফিকুল ইসলাম (৭০)।

এনিয়ে হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৫১ জন।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, কুমিল্লায় এ পর্যন্ত ছয় হাজার ১৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭২ জন ও মৃত্যুবরণ করেছেন ১৫৪ জন।   

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh