বাগেরহাটে মাছের পোনা অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৫:০১ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের বিভিন্ন সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক,  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর, নদী, খাল ও বিলে মৎস্য পোনা অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh