স্বাধীনতা দিবসে ভারতে প্রবেশ মিথিলার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৫:০৭ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২০, ০৬:১১ পিএম

ভারতের স্বাধীনতা দিবসেই সীমানা পার করলেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশ থেকে সীমান্ত পার করে শ্বশুরবাড়ির দেশে চলে গেলেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে নিজেই খবরটি জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি।

স্ত্রী মিথিলার ভারতে যাওয়ার খবর জানিয়ে ফেসবুকে সৃজিত লিখেছেন, ''১৯৪৭ সালের ১৫ অগস্ট ঘৃণার কারণে অনেকেই সীমান্ত পার করেছিলেন। ২০২০- ১৫ অগস্ট ভালোবাসার জন্য দুজন ফের সীমানা পার করলেন।'' এই পোস্টের সাথে পেট্রাপোল সীমান্ত পার করে মিথিলা তার মেয়ে আইরাকে এদেশে নিয়ে আসার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন সৃজিত। এদিন সকালে একদেশ থেকে আরেক দেশে আসার প্রয়োজনীয় নিয়মকানুন মেনেই বাংলাদেশ থেকে ভারতে আসেন রাফিয়াত রশিদ মিথিলা তার মেয়ে আইরা তাহরিম খান। সৃজিত তাদের গাড়িতে করে বাড়ি নিয়ে আসার জন্য পৌঁছান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh