করোনা ভ্যাকসিন উৎপাদন শুরু করলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২০, ০৯:৩৭ পিএম

মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) ভ্যাকসিনের খুচরা উৎপাদন শুরু করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়াই প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছে। মস্কোয় অবস্থিত গামালেয়া ইনিস্টিটিউট এ ভ্যাকসিন আবিষ্কার করে। চলতি মাসের শেষ দিকে ভ্যাকসিন বাজারজাত করা হবে বলে রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ অবমুক্ত হবে। পশ্চিমা বিশ্ব রুশ ভ্যাকসিনকে অনিরাপদ বলে যে উদ্বেগ প্রকাশ করেছে তাও নাকচ করে দেন মুরাশকো।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীরাই এমন কথা বলছে। একইসঙ্গে তিনি জানান, এই ভ্যাকসিন গ্রহণকারীরা কোনো ধরনের সমস্যার মুখে পড়ছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে।

গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা দেন। তিনি বলেন, তার দেশ করোনা প্রতিরোধের ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বে প্রথম হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh