সুশান্তের সম্মাননায় বিশেষ চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০১:১১ পিএম | আপডেট: ১৭ আগস্ট ২০২০, ০১:১৪ পিএম

সুশান্ত সিং রাজপুতের প্রতি সম্মাননায় একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করার সম্ভাবনা ভারত সরকারের।

জানা যায়, সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়াত অভিনেতাকে এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে বিশেষ সম্মান জানানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। ভারতীয় সিনেমায় অবদানের জন্য সুশান্তকে এই সম্মান দেবে ভারত সরকার। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি। এছাড়া সুশান্তের জন্য একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হতে পারে বলেও জানা যায়।

এদিকে, ভারতের স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়ার বিধানসভার পক্ষ থেকে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে।

সুশান্তের মৃত্যু একাধিক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেছে বলিউডকে। সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়েও প্রশ্নের মুখে মুম্বাই পুলিশ। মাত্র সাত বছরের ফিল্মি কেরিয়ারে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিছু না-ভুলতে পারার মতো ছবি উপহার দিয়ে গিয়েছেন সুশান্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh